কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন দিল্লি, ভারত প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ১৮:০২

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পার বৈঠক করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে এসব বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বিগত দুই দশক ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বস্তুগত, মাত্রাগত এবং তাৎপর্যগত দিক দিয়ে ক্রমাগত উন্নত হয়েছে। আলোচনার মাধ্যমে দেশ দুটি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারবে বলেও উল্লেখ করেন তিনি।

বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট অন জিওপ্যাটিয়াল কোঅপারেশন (বিইসিএ) নামের এই চুক্তি যুক্তরাষ্ট্র তাদের অল্প কয়েকটি ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে সামরিক পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জিওপ্যাটিয়াল (সুনির্দিষ্ট স্থান সংক্রান্ত) ও অ্যারোনটিক্যাল (বিমানচালনা সংক্রান্ত) তথ্য পাবে ভারত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও