কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার

সরকারবিরোধীদের বিক্ষোভ থামাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও কয়েকটি শহরে এক সপ্তাহের বেশি জরুরি অবস্থা চলছিল। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা এক আদেশে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। সিএনএন এক প্রতিবেদসে জানিয়েছে, এদিন রয়েল গেজেটের একটি ঘোষণায় বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল; সেটি সমাধান হওয়ায় জরুরি অবস্থা স্থগিত করা হলো। বর্তমান পরিস্থিতিতে ব্যাংককে এখন সাধারণ আইন প্রয়োগ করা হবে। শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত এই গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের দাবি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজার ক্ষমতা কমিয়ে আনা। বিক্ষোভ দমনে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জরুরি অবস্থা জারি করে সরকার। এতে চারজনের বেশি মানুষের জমায়েত ও কারফিউ আরোপ করা হয়। তবে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে আরো বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন