কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কফিনে মোড়া সমাজের চিন্তা, আপনার পরিবারে ঘটলে কি করবেন?

আমাদের সমাজব্যবস্থা আজও কফিনে মোড়া, বেরিয়ে আসতে পারেনি অন্ধকার আচ্ছন্ন থেকে। আমাদের চিন্তা-চেতনা এখনও ডাস্টবিনের তলায়। জাতি আজ সচেতন, চিন্তা-চেতনায় সুদূরপ্রসারী। আদৌ কি তাই? আজকেও ধর্ষণের ইস্যু আলোচিত, কিন্তু সেই ইস্যুতে না গিয়ে সমাজে আরও একটি বিষয়ে হরহামেশাই খাটো করা হয়। খাটো চোখে দেখা হয়। আর তা হচ্ছে ডিভোর্সি নারীদের, কিন্তু কেন? এখানে কি কৃষ্ণ করলে লীলা, আমরা করলে দোষ- এমনটিই ভেবে ফ্রিজিং হয়ে আছে সমাজ? পুরুষ ধুয়ে ফেললে পবিত্র, আর মেয়ে চরিত্রহীন? কেন এমন ভাবা হয় এই সমাজে, কেন দোষটা নারীদের ওপরই চাপানো হয় বারবার? ডিভোর্সি মেয়েদের সবচেয়ে বেশি সমস্যা হয় পরিচয় দিতে গিয়ে। আসলে আমাদের সমাজ-মননটাই দূষিত। তাই এই সমস্যা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন