কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব মঞ্চে বাংলা ভাষার প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি

২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সাল। বাংলাদেশ ও বাংলা ভাষার জন্য এক মহেন্দ্রক্ষণ। জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন। তার মাত্র আট দিন আগে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ প্রদান করা হয়। বাংলাদেশ ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়। তখনকার সময়ে বাংলাদেশের জাতিসংঘের সদস্য হওয়া খুব সহজ বিষয় ছিল না। জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যের একটি চীনের প্রবল আপত্তি ছিল। কিন্তু মাত্র তিন বছরে বঙ্গবন্ধুর বলিষ্ট কুটনীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুন্দর একটি ভাবমূর্তি গড়ে ওঠে। জাতিসংঘের স্বীকৃতির পাওয়া ছিল বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটি প্রধান চ্যালেঞ্জ। বঙ্গবন্ধুর সফল পররাষ্ট্রনীতির ফলে খুব অল্প সময়ে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হয় বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক যিনি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করে বাংলা ভাষাকে বিশ্ব সভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। সভার সভাপতি বঙ্গবন্ধুকে অনুরোধ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইংরেজিতে বক্তৃতা করবেন। বঙ্গবন্ধু বিনয়ের সাথে বলেন ‘মাননীয় সভাপতি আমি আমার মাতৃভাষা বাংলায় বক্তৃতা করতে চাই'। জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি, তার মধ্যে বাংলা ভাষা নেই। বঙ্গবন্ধুর অনুরোধে অধিবেশনের সভাপতি জাতির পিতাকে বাংলায় বক্তব্য দেয়ার অনুমতি দেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন