কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


করোনায় বেশি সতর্ক মেয়েরা, জিনের কারসাজি?

মাস্ক পরা ও অন্যান্য স্বাস্থ্যবিধি না মানায় কোভিডে মৃত্যুহার মহিলাদের তুলনায় পুরুষদের ৫০ শতাংশ বেশি। 'ন্যাশনাল ব্যুরো অফ ইকনমিক রিসার্চ' এবং 'ওইসিডি'-র যৌথ এক গবেষণা সদ্য জানাল এ চমকপ্রদ তথ্য। নাসাপথে সিঁধোনো কোভিড বা অন্য শ্বাসতন্ত্রের মহামারীর (যেমন সার্স/মার্স/বার্ড ফ্লু/সোয়াইন ফ্লু/নিউমোনিক প্লেগ) ক্ষেত্রে বেশিরভাগ সময়েই দেখা গেছে ফার্মাসিউটিকাল বা ওষুধ-পথ্য-ভ্যাকসিনের চেয়ে বহুগুণ বেশি কার্যকর স্বাস্থ্য সুরক্ষাবিধি বা নন-ফার্মাসিউটিকাল পন্থা-পদ্ধতি মেনে চলা। কোভিডের বজ্জাতিকে কোনও ভ্যাকসিন বা অ্যান্টিভাইরালের আকালে স্রেফ নন-ফার্মাসিউটিকাল পদ্ধতিতে মাস্ক পরে, ঘনঘন হাত ধুয়ে, গনপরিবহন বা ভিড় এড়িয়ে এবং শারীরিক দুরত্ববিধি ঠিকঠাক মেনেই অক্লেশে রুখে দেওয়া সম্ভব। কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার অনুশাসনে মহিলারা পুরুষদের তুলনায় ৫০ শতাংশ বেশি সফল। মহিলারা বারেবারে হাত ধুচ্ছেন, নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরচ্ছেন না, সঠিক পদ্ধতিতে জনসমক্ষে মাস্ক পরে থাকছেন, আলিঙ্গন বা করমর্দন বাদ দিয়ে কাউকে অভিবাদন/অভ্যর্থনা জানাতে নমস্কার করছেন, সচেতনভাবে ভিড় এবং গনপরিবহনকে এড়িয়ে চলছেন, বন্ধু বা আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া কমিয়েছেন বা হাঁচি-কাশির সময় কনুই দিয়ে সচেতনভাবে মুখ ঢাকছেন (পুরুষরা অনেকক্ষেত্রেই যা করছেন না)। তাতেই মহিলারা ৫০ শতাংশ সংক্রমণকে প্রতিরোধ করে মৃত্যুহারকে একলাফে ৫০% হ্রাস করতে পেরেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন