কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইউএস ওপেনের হতাশা ভুলে রোমে ফিরে আসতে চান জকোভিচ

চলতি সপ্তাহে ইতালিয়ান ওপেনে খেলতে নামছেন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ইউএস ওপেন থেকে বহিস্কারের হতাশা ভুলে লড়াইয়ে ফিরে আসতে চান এই সার্বিয়ান তারকা। এ সম্পর্কে চারবারের ইতালিয়ান ওপেন বিজয়ী জকোভিচ বলেছেন, ঐ ঘটনার পরপরই আরেকটি টুর্নামেন্টে খেলতে পারাটা সৌভাগ্যের। কারণ যত দ্রুত সম্ভব আমি প্রতিযোগিতামূলক মানসিকতায় ফিরতে চেয়েছি। দু:সহ ঐ স্মৃতি ভোলার জন্য এর থেকে ভাল সুযোগ আর হতে পারেনা। রোমে প্রথম রাউন্ডে বাই পেয়েছেন জকোভিচ। সপ্তাহের মাঝামাঝিতে তিনি কোর্টে নামবেন। নিউইয়র্কে অসাবধানবশত হতাশা থেকে লাইন জাজ লরা ক্লার্ককে বল দিয়ে আঘাত করাটা ছিল নিছকই একটি দূর্ঘটনা। যে কারণে শেষ ১৬'র রাউন্ড থেকে তাকে বহিস্কার করা হয়েছিল। ৩৩ বছর বয়সী জকোভিচ বলেছেন, অবশ্যই এই ধরনের একটি ঘটনা মেনে নেয়াটা আমার জন্য অত্যন্ত কঠিন। দুই দিন আমি পুরো হতাশাগ্রস্থ ছিলাম। ম্যাচের পর আমি লরার সঙ্গে দেখাও করেছি। সে জানিয়েছে কোন বড় ধরনের ইনজুরি হয়নি, সে ভাল আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন