কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ছাত্রলীগ যুবলীগ বিজিএমইএ- কোনটি সহযোগী সংগঠন

পুরান ঢাকায় র‌্যাব উদ্ধার করেছে ৩ কোটি টাকার নকল কসমেটিক। কারওয়ানবাজারে নিষিদ্ধ ও পচা মাছ বিক্রির দায়ে পাঁচজনের হয়েছে জেল-জরিমানা। ধরা পড়েছে বাঁশ দিয়ে দালান ও সড়ক নির্মাণ কান্ড। প্রথম রায় প্রকাশিত হয়েছে পুলিশ হেফাজতে মৃত্যুর। নানামুখী খবর দেখছি। একটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৫৬ জন। এত আওয়ামী লীগ প্রার্থী এক আসনে কেউ কোনো দিন দেখেনি। এর মাঝে আবারও মূল্যায়ন হয়েছে বিজিএমইএ নেতৃত্বের। এবার এমপি মনোনয়ন নয়, দলের সম্পাদকীয় পদ। বিজিএমইএর সাবেক সভাপতি আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য সম্পাদক হয়েছেন। রাজনৈতিক ধারাবাহিকতা ছাড়া পদ-পদবি বণ্টন হতো বিএনপি, জাতীয় পার্টিতে। আওয়ামী লীগ এ ব্যাপারে রক্ষণশীল ছিল। গত ১২ বছর এমপি-মন্ত্রী করার সময় সে রক্ষণশীলতা থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসে। এবার দলীয় পদ নিয়ে নিজস্ব ঐতিহ্য থেকেও বের হতে পেরেছে দলটি। ভালো কি মন্দন্ড সে মূল্যায়ন একদিন হবে। তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে ক্ষমতাসীন দলের মূল্যায়ন এমনই হয়। বিরোধী দলে থাকলে ছাত্রলীগ, যুবলীগ ভালো করে আওয়ামী লীগের রাজনীতিতে। কারণ তারা ঝুঁকিটা নেয়। সরকারি দলের প্রতিযোগিতায় ছাত্রলীগ, যুবলীগের ব্যাকগ্রাউন্ড টিকতে পারে না। সুবিধাভোগীদের অবস্থান হয় শক্তিশালী। এখন সরকারি দলে ভালো করা সংগঠনটির নাম বিজিএমইএ। মন্ত্রী, মেয়র, এমপি, দলীয় পদে এ সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে চলছে। তাদের এ অগ্রযাত্রার সাফল্য কামনা করছি। অতীতে কে কোন দল করেছেন, কোন প্যানেল থেকে নিজেদের নির্বাচন করেছেন জানতে চাইছি না। জানি, প্রশ্ন করেও লাভ নেই। বিজিএমইএতে একসময় দুটি প্যানেলে ভোট হতো। এখন সবাই সরকারি দল। বিএনপি-জামায়াত প্যানেলধারীরাই অতি উৎসাহী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন