কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্টকামুরী এলাকা থেকে গোড়াই ক্যাডেট কলেজ পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের গোড়াই এলাকায় চার লেন প্রকল্পের কাজ চলার পাশাপাশি আরিচা, শিমুলিয়া ফেরিঘাট দিয়ে যান চলাচল ব্যাহত হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী যানবাহন চালকেরা জানান, বৃহস্পতিবার গোড়াইয়ের নির্মাণাধীন আন্ডারপাস এলাকায় সৃষ্ট খানাখন্দ মেরামতের কাজ শুরু হয়। এরপর থেকে মহাসড়কের এক পাশ বন্ধ রাখায় অন্য পাশ দিয়ে যান চলতে থাকে। আরিচা ও শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ ট্রাক বঙ্গবন্ধু সেতু পার হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যেতে শুরু করে। এ কারণে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে মহাসড়কের ওই এলাকায় থেমে থেমে যান চলতে শুরু করে। শুক্রবার সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও গোড়াই এলাকার উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে বিকেলের দিকে হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট বাড়তে থাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন