কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ত্বকের উজ্জ্বলতা ফেরাবে এক বাটি স্যুপ

নারী হোক বা পুরুষ সবাই ত্বক নিয়ে চিন্তিত থাকেন। অযত্ন, অনিয়মিত খাবার, ঘুমের সমস্যা কিংবা হরমোনের ওঠানামার কারণে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। এরমধ্যে আছে ব্রণ, র‍্যাশ, ত্বকের উজ্জ্বলতা হারানো।  নামীদামী ব্র্যান্ডের পণ্য ব্যবহারেও মিলছে না সমাধান। তাহলে খেতে পারেন নিয়মিত এই স্যুপ। ভারতের ত্বক বিশেষজ্ঞ ড. নিকেতন সোনাভানে জানিয়েছেন সেই রেসিপি। তিনি জানান,এই ভেজিটেবিল স্যুপ শুধুমাত্র রোগ প্রতিরোধের জন্য নয়, উজ্জ্বল ত্বকের জন্যও উপকারী।  গাজর-কুমড়ার স্যুপ আপনার ত্বককে ইউভি রে থেকে রক্ষা করতে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একেবারে যথাযথ। গাজর এবং কুমড়ার ক্যারোটিনয়েড সমৃদ্ধ। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে উজ্জ্বল ত্বক দেয় এবং আপনার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে। জেনে নিন তৈরির পদ্ধতি- আরো পড়ুন: চুলের গোঁড়ায় অতিরিক্ত ঘাম হওয়া কমাতে করণীয়  যা যা লাগবে- মাখন ২ টেবিল চামচ, রসুন ৪ থেকে ৫ কোয়া,গাজর ১ টি, মিষ্টি কুমড়া আধা কাপ, পানি ২ কাপ, লবণ স্বাদমতো, গোল মরিচ আধা চা চামচ, সাজানোর জন্য ক্রিম। 
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন