কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নায়ক সালমান শাহ’র বাড়িতে ভক্তদের ভিড়

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। তিন বছরে অভিনয় করেছেন মোট ২৭টি ব্যবসাসফল সিনেমায়। কিন্তু হঠাতই না ফেরার দেশে চলে যান এই নায়ক। ১৯৯৬ সালের আজকের এই দিনে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেয়ার দেশে। সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে তার বাড়িতে ভক্তরা ভিড় জমিয়েছেন। রবিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় সালমান শাহ'র নানা বাড়িতে আসতে শুরু করেন শুভাকাঙ্খীরা। সেখানে সালমান শাহ’র অসংখ্য ছবি ও রেখে যাওয়া স্মৃতি ঘুরে দেখেন তারা। এছাড়া হযরত শাহজালাল (রহঃ) মাজার প্রাঙ্গণে প্রিয় নায়কের কবর জিয়ারতও করেন তারা। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় অবস্থিত নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন