কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ধনীদের পাপের আস্তানা এখন সাগরতলে

ধনীরা নিজেদের খেয়াল খুশি মতোই জীবন কাটিয়ে থাকেন। তাদের জীবনযাপনে বাধা দেবে এমন কেউ নেই। তাইতো তারা মেতে ওঠেন নানা অনৈতিক কর্মকাণ্ডেও। আমোদ-ফুর্তি আর মদ-জুয়ার আড্ডাখানা গড়ে তোলেন নিজেদের বাসগৃহ ছাড়াও অন্যান্য স্থানে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস কিংবা স্পেনের ইবিজা। ফ্রান্সের সেন্ট ত্রোপেজ কিংবা ভারত মহাসাগরের মালদ্বীপ। আজকের বিশ্বের সবচেয়ে ধনীদের আমোদ-ফুর্তি আর মদ-জুয়ার আড্ডাখানা এই দেশগুলো। কিন্তু জাঁকজমক আর আভিজাত্যের দিক দিয়ে আধুনিককালের এই শহরগুলো প্রাচীন কালের একটি শহরের কাছে নিতান্তই তুচ্ছ। শহরটিতে একসময় আনন্দ-ফুর্তি আর রঙ্গ-রসে মজে থাকতেন ইতিহাস বিখ্যাত রোমান সাম্রাজ্যের অভিজাতরা। ভূমধ্যসাগরের পারে বায়া নামের এই শহরটি এক সময় রাতদিন মানুষের পদচারণায় মুখর থাকত। কিন্তু রোমানদের মদ-জুয়ার সেই আড্ডাখানার ধ্বংসাবশেষ আজ ইতালির পশ্চিম উপকূলে সাগরের পানির নিচে নির্জন ও নিশ্চুপ হয়ে পড়ে আছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন