কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আনোয়ারায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল ৫ বসতঘর

.tdi_2_8e6.td-a-rec-img{text-align:left}.tdi_2_8e6.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});আনোয়ারায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডারের আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার ৫ নম্বর ওয়ার্ড সরদার পাড়ার তুফান সরদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার ৫ নম্বর ওয়ার্ড সরদার পাড়ার তুফান সরদারের বাড়িতে সোমবার সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে তুফান সরদার, বিজয় সরদার, মৃত রবি সরদার, কৃষ্ণ সরদার ও দিপু সরদারের ঘর পুড়ে মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।বিষয়টি নিশ্চিত করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব জানান, সন্ধ্যায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সরদার পাড়ার তুফান সরদারের ঘরসহ ৫টি ঘরে আগুন ধরে যায়। এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে সবাই ঘর থেকে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বিজয় সরকারের ছেলে রাজু সরকার বলেন, আমার মা নিলু সরকার রাতের খাবার রান্না করার জন্য গ্যাসের চুলায় ডেকসি বসিয়ে দিলে পাত্রের তেল গরম হয়ে আগুন ধরে যায়। আগুনে আমাদের মনসা পূজার ছাগল বিক্রির টাকাসহ ১ লাখ ৩০ হাজার টাকা ও আমার মায়ের স্বর্ণালংকার পুড়ে গেছে। আনোয়ারা ফায়ার সার্ভিসের টিম লিডার মঞ্জুরুল ইসলাম বলেন, রান্নাঘর থেকে আগুন ধরার খবর পেয়ে আমরা দ্রত ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে।.tdi_3_bee.td-a-rec-img{text-align:left}.tdi_3_bee.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন