কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ভারতে চুয়েটের স্থাপত্য বিভাগের সাফল্য

.tdi_2_969.td-a-rec-img{text-align:left}.tdi_2_969.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একটি দল ভারতে অনুষ্ঠিত ‘সুন্দর বাড়ি’ শীর্ষক একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছে। প্রতিযোগিতায় চুয়েট শিক্ষার্থীদের উপস্থাপিত প্রজেক্টের নাম ‘শেল-টার’। বিজয়ী দলের সদস্যরা হলেন- অনিরুদ্ধ দে নিলয়, মাহজেরীন সুলতানা ঐশী ও আবুল হাসান সিকদার রাহাত। গত ১৫ আগস্ট প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল অনলাইনে ঘোষণা করা হয়। ভারতের বিশ্বব্যাপি স্থাপত্য, পরিকল্পনা, ডিজাইন ও নগর অধ্যয়ন বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সার্চ ফর ট্রাস্ট’ উক্ত প্রতিযোগিতার আয়োজন করে। এতে ২৯৩ টি দলের সমন্বয়ে প্রায় সাড়ে আটশ প্রতিযোগী অংশগ্রহণ করেন। চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে চুয়েটের স্থাপত্য বিভাগের এই সফলতা অব্যাহত রাখার জন্য তিনি শিক্ষার্থীদের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_bf3.td-a-rec-img{text-align:left}.tdi_3_bf3.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন