কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিভি শো শেষ হতেই হার্ট অ্যাটাক, রাজীব ত্যাগীর মৃত্যুতে ফুঁসছেন কংগ্রেস কর্মীরা

আনন্দবাজার (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০, ২০:৪১

একটি হিন্দি চ্যানেলের টক শো শেষ করার পরেই হার্ট অ্যাটাক এবং মৃত্যু। দলের মুখপাত্র রাজীব ত্যাগীর এমন মৃত্যুতে টিভি চ্যানেলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিল কংগ্রেস। দলের নেতা-কর্মীরা আবার ওই বিতর্কে যোগ দেওয়া বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। অনেকে তাঁর গ্রেফতারের দাবিও তুলেছেন।

নিজের গাজিয়াবাদের বাসভবন থেকেই বুধবার বিকেল ৫টা নাগাদ একটি হিন্দি চ্যানেলের টক শোতে যোগ দেন রাজীব। ওই বিতর্ক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই অচৈতন্য হয়ে পড়েন তিনি। প্রথমে স্থানীয় চিকিৎসককে ডাকা হয়। কিন্তু জ্ঞান না ফেরায় নিয়ে যাওয়া হয় গাজিয়াবাদেরই যশোদা হাসপাতালে। কিন্তু কিছুক্ষণ চিকিৎসার পরেই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর পর কংগ্রেস নেত্রী সনিয়া, প্রিয়ঙ্কা, রাহুল গাঁধী ছাড়াও দলের অন্যান্য নেতানেত্রীরাও শোকবার্তা জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও