কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মিশরীয়দের রহস্যময় জীবনযাপন, মৃত্যু নিয়ে ছিল অধিক ভয়

প্রাচীন মিশরের জনগণের মধ্যে মৃত্যুকেন্দ্রিক বেশ কিছু রীতিনীতি, সংস্কৃতি প্রগাঢ় রূপ ধারণ করেছিল। যে কারণে ক্ষমতাধর ফারাওরা পিরামিড এবং মন্দির নির্মাণের জন্য জনগণকে শ্রম দিতে বাধ্য করত।  জানা যায়, একই উদ্দেশ্যে তারা হিব্রুদের দাসে পরিণত করেছিল। বাস্তবে প্রাচীন মিশরীয় সব শ্রেণির জনগণ তাদের জীবনকে ভালবাসত। তাদের সরকার দাসদের বিভিন্ন কাজে ব্যবহার করত। প্রাচীন অন্যান্য সভ্যতায়ও এর প্রচলন লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে মিশরীয়দের নির্দিষ্ট কোনো জাতিকে ব্যবহারের জন্য বিবেচনায় রাখার নিয়ম ছিল না।  প্রাচীন মিশরীয়রা অ-মিশরীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। কারণ তাদের বিশ্বাস ছিল, তারাই বিশ্বের সবচেয়ে উন্নত জীবনযাপনকারী। প্রাচীন মিশরীয়রা নিজেদের জীবনধারাকে এতোটাই নিখুঁত মনে করত যে, তাদের মৃত্যু পরবর্তী জীবনকে পৃথিবীর জীবনের চিরন্তন ধারবাহিকতা হিসেবে কল্পনা করত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন