কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আর কত শাহেদের কথা জানতে হবে জাতিকে

সামাজিক ও গণযোগাযোগ মাধ্যমে এমন কি লোকজনের আলাপচারিতায় এখন একটাই খবর 'রিজেন্ট হাসপাতাল ও শাহেদ করিমের প্রতারণা ৷' খবর দেখে মানুষ প্রথমে শাহেদ করিমকে চিনতে পারেনি। কিন্তু ছবিতে নজর পড়লেই বিস্মিত হচ্ছে। কারন টিভি চ্যানেলগুলোর টকশো'র অতি পরিচিত মুখ এই শাহেদ করিম। তার নামের সাথে উপাধিটি শারীরিক অবয়বের মতোই ভারী। টিভি স্ক্রলে নামের পাশে 'রাজনৈতিক বিশ্লেষক' লেখাটি দেখলে তাকে বোদ্ধা শ্রেণির মানুষ ভাবাই স্বাভাবিক। সাধারণ মানুষের কাছে টকশো এর অতিথিরা দেশের সুশীল সমাজের সদস্য হিসাবে সমাদৃত। ধারণা করা হয় এরা দেশ, রাজনীতি সমাজ নিয়ে চিন্তা করে৷ এরা দেশ ও সমাজের মুখপাত্র। তাছাড়া টকশো-তে আমন্ত্রিত কি হতে পারে প্রজ্ঞাবান না হলে। তাই আজ যখন শাহেদ করিমের আমলনামা প্রকাশ হচ্ছে তখন মানুষের বিষম খাওয়ার যোগাড়। ভদ্রবেশী লেবাসধারী শাহেদ মানবসেবার নামে মানুষকে করেছে বিপদগ্রস্ত। কাজে কর্মে বাটপার অথচ মুখে মিথ্যা কথার ফুলঝুড়ি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন