কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কবীর সুমনের কথায় আসিফের ‘সিরিয়ার ছেলে’

নিজের কথা-সুর ও কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন কবীর সুমন। দুই বাংলায় সমান জনপ্রিয় তিনি। তার গান পছন্দ করেন শিল্পীরাও। অনেক শিল্পীই তার কথা ও সুরে গান করার জন্য উদগ্রীব থাকেন। ঠিক তেমনই আসিফ আকবর। এবার সেই ইচ্ছা পূর্ণ হতে যাচ্ছে বলে জানান আসিফ। কবীর সুমনের কথা ও সুরে গান গাইতে চলেছেন বাংলা সংগীতের যুবরাজ খ্যাত আসিফ আকবর। গানটির শিরোনাম ‘সিরিয়ার ছেলে’। গানটির সংগীতায়োজন করছেন শওকত আলী ইমন। আসিফ বলেন, কবীর সুমনের সঙ্গে কথা হয়েছে। দাদা আমার কণ্ঠ শুনে পছন্দ করেছেন। বলেছেন, এমন কণ্ঠ ওপার বাংলাতেও নেই। আমার জন্য গান তৈরি করতে তার ভালো লাগবে বলেও জানান। এখন থেকে তিনি আমার জন্য গান তৈরি করতেই থাকবেন আর আমি গাইতেই থাকবো- এটাই সিদ্ধান্ত হয়েছে। ‘সিরিয়ার ছেলে’ গানটির কয়েকটি লাইনও ‍তুলে ধরেছেন আসিফ। ‘কে তোমার আম্মা কে তোমার বাবা, কাদের বোমায় ছিল যুদ্ধের থাবা, কাকে বলে ছেলেবেলা জানতে কি পেলে, তিন বছরের সেই সিরিয়ার ছেলে’-এমন কথার গানটি চলতি সপ্তাহেই রেকর্ডিং করা হবে। এরপর শিগগিরই এটি আর্ব এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন