কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নারী-পুরুষ পরস্পরের প্রতি আকর্ষিত হওয়ার কারণ ও পর্দার গুরুত্ব

ইসলাম পুরুষকে নির্দেশ দিয়েছে, ভালবাসা দিয়ে, শক্তি দিয়ে নারীর দুর্বল অস্তিত্বকে রক্ষা করতে। তাদের দেহটাই যেহেতু দুর্বল ও আকর্ষণীয় করে সৃষ্টি করা হয়েছে, সেহেতু তাদের আপাদমস্তক পর্দার স্থান। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা বলেন, زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاء وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللّهُ عِندَهُ حُسْنُ الْمَآبِ ‘মানবকূলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান-সন্ততি, রাশিকৃত স্বর্ণ-রৌপ্য, চিহ্নিত অশ্ব, গবাদি পশুরাজি এবং ক্ষেত-খামারের মতো আকর্ষণীয় বস্তুসামগ্রী। এসবই হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকটই হলো উত্তম আশ্রয়।’ (সূরা: আলে ইমরান, আয়াত: ১৪)। উল্লিখিত আয়াতে মহান আল্লাহ নারীকে পুরুষের জন্য আকর্ষণীয় বস্তু হিসেবে সৃষ্টি করার কথা বলেছেন। পুরুষের মাঝে নারীর জন্য রয়েছে যেমন আকর্ষণ। তেমনি নারীর মাঝেও রয়েছে পুরুষের জন্য আকর্ষণ। বর্তমান রসায়নবিজ্ঞানের গবেষণায় জানা যায় যে, নারীর শরীর অম্লীয় বা এসিড ধর্মী। ফলে তাদের প্রস্রাবের সঙ্গে কিছু কিছু অম্ল বা এসিড (Acid) নির্গত হয়। এই অম্ল পূরণ করার প্রবৃত্তির জন্য তারা অম্ল তথা টক খেতে চায়। তাদের শরীরের কোমলত্ব,সৌন্দর্য ও লাবণ্যের মূল কারণ এই অম্লত্ব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন