কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লোকার্নোর স্ক্রিপ্ট কনসালটেন্সিতে ‘কাক’ নিয়ে রীতি ও মৌ

চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ রীতি এবং নির্মাতা তাসমিয়াহ্ আফরিন মৌ যৌথভাবে দুই বছর ধরে লিখছেন ‘কাক’ শিরোনামের একটি চিত্রনাট্য। এটি তাদের জন্য বয়ে এনেছে সুখবর। সুইজারল্যান্ডের মর্যাদাপূর্ণ লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস স্ক্রিপ্ট কনসালটেন্সিতে এ বছর ‘কাক’ প্রজেক্টটি নির্বাচিত হয়েছে। ফলে ওপেন ডোরস রিমোট কনসালটেন্সির আওতায় স্ক্রিপ্ট কনসালটেন্সি গ্রহণের সুযোগ পেয়েছেন রীতি ও মৌ। অনলাইনে ইতোমধ্যে শুরু হয়েছে এর কার্যক্রম। তাদের মেন্টর হিসেবে আছেন মিগায়েল মাচালস্কি। এশিয়ার ১৬টি দেশের চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকরা স্ক্রিপ্ট কনসালটেন্সির জন্য চলচ্চিত্র প্রকল্প জমা দেন। চিত্রনাট্য, যৌথ প্রযোজনা ও অর্থায়ন কৌশল, চলচ্চিত্র সম্পাদনা, আন্তর্জাতিক বিতরণ কৌশল এবং আইনি দিক ও চুক্তি— এই পাঁচটি আলাদা বিষয়ে কনসালটেন্সির জন্য আবেদন করেছিলেন সংশ্লিষ্টরা। জমা পড়া চলচ্চিত্র প্রকল্পগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠত্বের বিচারে স্ক্রিপ্ট কনসালটেন্সি গ্রহণের সুযোগ পেয়েছে নির্বাচিত কয়েকটি কাজ। ‘কাক’ সেগুলোরই একটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন