কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দেখতে সাপের মতো, অদ্ভুত প্রাণীর ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় নানা অদ্ভুত ভিডিও মাঝেমাঝেই ভাইরাল হয়ে পড়ে। যেমন সম্প্রতি ভাইরাল হয়েহে একটি প্রাণীর ভিডিও যেখানে প্রাণীটি আসলে কী তাই নিয়েই রয়েছে দ্বন্দ্ব। বেশির ভাগ মানুষই মনে করেছেন এটি নিশ্চয়ই সাপ। এই প্রাণীর পাঁচটা পা দেখা গিয়েছে, যদিও দেখতে একেবারে সাপের মতোই। পাথরের উপর চলতে চলতে ধীরে ধীরে পানির দিকে যেতে থাকে প্রাণীটি।টুইটার ব্যবহারকারী লাইডিয়া রালে এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এটি কী? ভিডিওটি ৪ জুন শেয়ার করা হয়েছে, এখন পর্যন্ত ৩ মিলিয়ন ভিউজ এবং কয়েক হাজার মন্তব্য জমা হয়েছে এতে। বেশিরভাগ মানুষই একে সাপের মতো বলেই মনে করেছেন। কিন্তু শেষ অবধি সকলেই দ্বন্দ্বে পড়েছেন এই প্রাণী আসলে কী? একজন লিখেছেন, এটা অস্ট্রেলিয়ার কোনও প্রাণী। অন্যজন লিখেছেন, এই ২০২০ সাল বড়ই মারাত্মক দেখছি! বহু মানুষই অদ্ভুত সব উত্তর দিয়েছেন। তবে শেষ অবধি কিছুজন অনেক খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন এইটি আসলে ব্রিটল স্টার বা ওফিয়োরোয়েড। ব্রিটল স্টার সমুদ্রের স্টারফিশের মতো দেখতে। একে সারপেন্ট স্টারস নামেও ডাকা হয়। ব্রিটল স্টারস ২,০০০ এরও বেশি প্রজাতির হতে পারে, এবং তাদের মধ্যে অনেকগুলিই গভীর সমুদ্রে পাওয়া যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন