কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


হাসপাতাল থেকে বাসায় ফিরলেন এমপি মোকাব্বির খান

করোনা আক্রান্ত সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার অনুমতি দেয়। সেই সাথে কোভিড-১৯ এর ফলোআপ টেস্টের জন্য ফের নমুুনা সংগ্রহ করেন চিকিৎসকরা। এ টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে শঙ্কামুক্ত হবেন তিনি। আজ থেকে তিনি বাসায় আইসোলেশনে থেকেই স্বাস্থ্যবিধি ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলবেন বলে ‘বাংলাদেশ প্রতিদিন’কে জানিয়েছেন তার একান্ত সহকারী কয়েছ মিয়া। তিনি আরও জানান, কোভিড-১৯ এর ফলোআপ টেস্টের জন্যে ফের নমুুনা নেয়া হয়েছে তার। এর রিপোর্ট নেগেটিভ এলেই স্বাভাবিক জীবনে ফিরবেন তিনি। এর আগে করোনার উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে গেল ১৫ জুন সিএমএইচ-এ ভর্তি হন গণফোরাম থেকে নির্বাচিত এ সংসদ সদস্য। পরদিন কোভিড-১৯ শনাক্ত হয় তার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন