কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সাড়ে ছয় হাজারের বেশি গর্ভবতীকে সেনাবাহিনীর সেবা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৬ হাজার ৬৫৬ জন গর্ভবতী মা’কে সেবা দিয়েছে সেনাবাহিনী। এরমধ্যে ৩৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর মাসব্যাপী গর্ভবতী মায়েদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত এই স্বাস্থ্যসেবা চলমান থাকবে বলে আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়। এদিকে সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর। আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সকলেই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন