কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জীবনে কিছু ভুল করেছি : বিপাশা

বাংলাদেশের আইটেম গার্লখ্যাত অভিনেত্রী বিপাশা কবির। এরই মধ্যে ৩৫টির মতো চলচ্চিত্রে আইটেম গানে নেচেছেন। বিভিন্ন মহল থেকে প্রশংসাও কুড়িয়েছেন। বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন নায়িকা হিসেবে। তবে ক্যারিয়ার কিছু ভুল কাজ করেছেন বলে এনটিভি অনলাইনের কাছে দাবি বিপাশার। বিপাশার মতে, সব সময় নির্দিষ্ট মান বজায় রেখে আইটেম গানে কাজ করেছেন। বিপাশা কবির বলেন, ‘দেখা গেল এক বড় ভাই একটি ছবি প্রযোজনা করছে, তাঁর অনুরোধ রাখার জন্য আমার এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে... তা ছাড়া আমি যেভাবে চাচ্ছি, সেখানে ড্রেস হচ্ছে না, সেট হচ্ছে না, এসব কারণেই আসলে আইটেম গান থেকে সরে এসেছি।’ পরিচালক-প্রযোজকদের দায়ী করে বিপাশা বলেন, ‘আমি চলে আসার পর অনেকেই কাজ করছে আইটেম গানে। তবে আমি দেখেছি, তারা যা পাচ্ছে তা-ই করছে। অনেকেই আমার সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে। অবশ্য আমি এর জন্য দোষ দেব প্রযোজক ও পরিচালকদের। আমার মনে হয় প্রযোজক-পরিচালক-কোরিওগ্রাফারদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে।’ প্রথম আইটেম সং প্রসঙ্গে বিপাশা বলেন, ‘আমি যে গানটির মাধ্যমে আইটেম গান শুরু করি, সেটি সুন্দর একটি গানের ওপর হয়েছিল। সেখান থেকেই কিন্তু আজ আমি বিপাশা। তাই বলব, কনসেপ্টটাও পরিষ্কার রাখতে হবে।’ তবে আইটেম গার্ল নয়, অভিনেত্রী হতে চলচ্চিত্র অঙ্গনে এসেছিলেন বলে দাবি বিপাশার। বলেন, ‘আইটেম গান করাটা আমার ভুল ছিল, এটা আমি বলব না। তবে আমি চলচ্চিত্রে এসেছিলাম অভিনেত্রী হওয়ার জন্য। যখন দেখলাম আমাকে আইটেম গানেই কাজ করতে হচ্ছে, তখন আমি নিজেকে এখান থেকে সরিয়ে আনার চেষ্টা করেছি। এখন চেষ্টা করছি নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজে কাজ করার চিন্তা করছি। তবে নাটকে কাজ করার কোনো ইচ্ছে নেই।’ শুধু তা-ই নয়, নতুন যাঁরা আইটেম গানে কাজ করছেন, তাঁদের পরামর্শ দিয়েছেন বিপাশা কবির। তিনি যখন এ অঙ্গনে নবাগত ছিলেন, তখন ক্যামেরার অ্যাঙ্গেল বুঝতেন না। তখন এমনভাবে ক্যামেরা ধরা হতো, পরে যা দেখে বিব্রত হয়েছেন। বিষয়গুলোর প্রতি লক্ষ রাখার জন্য নতুনদের অনুরোধ করেছেন বিপাশা। বিপাশা কবির মিডিয়ায় আসেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরাদের তালিকায় নাম লিখিয়ে। তবে চলচ্চিত্রে তিনি প্রবেশ এবং পরিচিত হয়ে ওঠেন আইটেম গানে অভিনয়ের মাধ্যমে। চলচ্চিত্র ছাড়াও টিভি নাটকে অভিনয় এবং বিজ্ঞাপনে মডেলিং করেছেন বিপাশা। বেশ কিছু চলচ্চিত্রে তিনি নায়িকা হিসেবে অভিনয় করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন