কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


একজন স্বপ্নবাজ শিশুশিল্পী আলভিনা

একটি বৃক্ষরোপন করার পর ধীরে ধীরে বড় হয়। এরপর বলবান, ফলবান এবং ছায়াবান হয়ে তার অস্তিত্ব বিলিয়ে দেয়। ঠিক তেমনি একজন নবীণ তার চারপাশে দেখে দেখে শিখে বড় হয়। এরপর আস্তে আস্তে তার মেধার জানান দেন। তেমনি অভিনয়ে নিজের বৈচিত্র্য তুলে ধরার স্বপ্ন দেখেন স্বপ্নবাজ শিশুশিল্পী আলভিনা তাজমীন ইসলাম। অভিনয় দিয়ে জায়গা করে নিতে চান মানুষের হৃদয়ে। আলভিনা তাজমীন ইসলাম টুকটাক গান আর কবিতা আবৃত্তি করলেও অভিনয়ে বেশ আগ্রহ। ছোট গল্প লিখতেও পছন্দ করেন। নিয়মিত হতে চান অভিনয়ে, পাশাপাশি গানের চর্চাও চালিয়ে যেতে চান। ছোট পর্দার নির্মাতা মাসুদ করিম সুজনের 'ডেংগু নাসির' ও মিল্ক ভিটার একটি ডকু ড্রামার মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে আলভিনার। ডকু ড্রামায় গ্রামের একটি মেয়ের চরিত্রে দেখা যায়। এখানে তার বাবার চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা লুৎফর রহমান জর্জ ও মায়ের চরিত্রে অভিনয় করেন শেলী আহসান। পরবর্তীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভির 'বাবা থাকে বাসায়' সিজন-২ এর ২৬ পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আলভিনা। প্রতিটি পর্বে তার অভিনয় দর্শকদের কাছে প্রসংশিত হয়। নাটকটিতে আরো অভিনয় করেন অভিনেতা নির্মাতা তৌকির আহমেদ, মুনিরা ইউসুফ মেমী, বিজরী বরকত উল্লাহ আফরোজা বানুসহ আরো অনেকে। সবশেষ গেল ঈদে 'বাবা' শিরোনামের নাটকে দেখা গেছে আলভিনাকে। ঈদের চতুর্থ দিন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির পর্দায় নাটকটি প্রচারিত হয়। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেন আ খ ম হাসান ও নাদিয়া আহমেদ। নাটকটিতে শিশুশিল্পী হিসাবে আলভিনার অভিনয় সবার নজর কাড়ে। আলভিনা জানান, সে খুব চুপচাপ স্বভাবের হলেও ক্যামেরার সামনে তার একদম ভয় লাগে না। তাই প্রথম থেকেই সে অভিনয় বেশ আগ্রহ পেয়েছে এবং সকলে প্রশংসা করেছে। এর আগে টিভিতে টুকটাক গান আর কবিতা আবৃত্তিও করেছেন। সামনে অভিনয়ে নিয়মতি হতে চান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন