কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থমন্ত্রীর সন্তোষ প্রকাশ

বিগত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে দেয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেইসঙ্গে অগ্রগতি নিয়ে সন্তোষও প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করার সময় গত বছরের প্রতিশ্রুতি পূরণ হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। সে সময় তিনি সামগ্রিকভাবে সন্তোষ প্রকাশ করেন। জাতীয় সংসদে ধারাবাহিকভাবে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থবছর শেষ হওয়ার এক মাস আগেই (মে মাসে) প্রবাসী আয়ে রেকর্ড ১৬.৫৬ বিলিয়ন ডলার হওয়ায় সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। ২০১৯ সালের জুলাই থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণকারীদের দুই শতাংশ প্রণোদনা দেয়ার সুফল পাওয়ার কথা উল্লেখ করেন। তৈরি পোশাক রফতানি বাড়াতে এক শতাংশ হারে রফতানি প্রণোদনা, ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা প্রতিশ্রুতির বিষয়টি উল্লেখ করেন অর্থমন্ত্রী। নতুন আর্থিক ইন্স্ট্রুমেন্ট প্রচলনের লক্ষ্যে -ভেঞ্চারগাইড লাইন প্রণয়ন, প্রথমবারের মত লন্ডন স্টকএক্সচেঞ্জে বাংলা বন্ড চালু, পুঁজিবাজারে ট্রাস্ট দলিল নিবন্ধনে স্ট্যাম্প শুল্ক হ্রাসের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেন। গত বাজেটে প্রতিশ্রুত পুঁজিবাজার উন্নয়ন বিষয়ে- ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয় করমুক্ত, প্রাপ্ত লভ্যাংশ হতে দ্বৈতকরা প্রত্যাহার, মুনাফার কমপক্ষে ৫০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা বাধ্যতামূলক করার কথা উল্লেখ করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন