কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে আদালতে মাহাথির

সমকাল প্রকাশিত: ১০ জুন ২০২০, ২১:৫৪

গত ফেব্রুয়ারিতে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ৯৫ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। পরে জোটের আরেক নেতা আনোয়ার ইব্রাহিমের অনুরোধে তিনি পার্লামেন্টের অধিবেশনে আবারও প্রধানমন্ত্রী পদে দাঁড়ানোর ঘোষণা দেন।

এরপরই মাহাথিরকে পাশ কাটিয়ে দলীয় প্রেসিডেন্ট মুহিদ্দিন ইয়াসিন বিরোধী দলের সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠ সমর্থন আদায় করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরে পার্লামেন্টের অধিবেশনে মুহিদ্দিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার হুমকি দেন মাহাথির। গত ১৮ মে পার্লামেন্ট অধিবেশনে বিরোধী দলের সারিতে গিয়ে বসেন মাহাথিরসহ পাঁচ নেতা। এরপরই তাদের সবাইকে বহিষ্কার করে চিঠি দেয় বারসাতু পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ সুহাইমি ইয়াহিয়া।

নিজের হাতে গড়া দল বারসাতু থেকে তার বহিষ্কারাদেশকে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে খ্যাত মাহাথির। মঙ্গলবার দায়ের করা মামলায় তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে মুহিদ্দিন ইয়াসিনকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে তাকেসহ পাঁচ সংসদ সদস্যকে বহিষ্কারাদেশ দেওয়ার ক্ষমতা দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সুহাইমি ইয়াহিয়ার নেই বলেও দাবি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও