কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


একজনের বেশি সহকারী নিতে পারবেন না ক্রিকেটাররা

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরাতে সব ধরনের পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দেশনা পেলে যেকোনো সময়েই ক্রিকেটাররা এককভাবে অনুশীলনে ফিরবেন। তবে এ ক্ষেত্রে তারা অনুশীলনের সময় একজনের বেশি সহকারী নিতে পারবেন না। সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আর বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো না হওয়ায় ক্রিকেটারদের এ ব্যাপারে নিরুৎসাহিত করবে বিসিবি। ব্যক্তিগত ভাবে অনুশীলন করতে চাইলেও এক জনের বেশি সহকারী নিতে পারবেন না ক্রিকেটাররা। আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য সময়ে যেখানে ব্যাটসম্যানরা চারজন করে সহকারী নিতে পারতো, এখন সেখানে একজন নিতে পারবেন। তবে সত্যি কথা বলতে আমরা এই পরিস্থিতিতে সবাইকেই অনুশীলন করতে নিরুৎসাহিত করছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন