কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


২৪ ঘণ্টা জ্বলছে চিতা তবুও বাড়ছে লাশের সারি

করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে মৃত্যুপুরী ইতালিকে ছাড়িয়ে যাচ্ছে ভারত। দেশটিতে আশঙ্কাজনকভাবে প্রতি ঘণ্টায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। অবস্থা এতই খারাপ যে, ২৪ ঘণ্টা ধরে চিতা-চুল্লি জ্বলার পরও শেষ হচ্ছে না লাশের স্তূপ। দিল্লির শ্মশানে লাশের সারি বেড়েই চলেছে। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে সংক্রমণে ভারত এখন বিশ্বে ষষ্ঠ হলেও জনস হপকিন্স ইউনিভার্সিটির তালিকায় ভারতের স্থান পঞ্চম। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন। মারা গেছে ৬ হাজার ৪৬ জন। অপরদিকে করোনায় মৃতদের দেহ কাঠের চিতায় তুলতে গিয়ে ভাইরাসটির সংক্রমণ ছড়াতে পারে এমন আশঙ্কায় এতদিন শুধু বৈদ্যুতিক চুল্লিতে দেহ সৎকার করা হচ্ছিল। কিন্তু এখন তাতে পেরে উঠতে পারছেন না সংশ্লিষ্ঠরা। ফলে দেহ চিতায় সৎকারের অনুমতি দিয়েছে প্রশাসন। এতেও হিমশিম খেতে হচ্ছে দিল্লির নিগম বোধ শ্মশান কর্তৃপক্ষকে। চিতার আগুন আর ধোঁয়ায় শ্মশান-কর্মীরা নাকাল হয়ে পড়ছেন। এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, সব শ্মশানে তাদের দাহ্য করা যাচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন