কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লাইভে থাকা সিএনএন সাংবাদিক আটক, অতঃপর... (ভিডিও)

সময় টিভি প্রকাশিত: ২৯ মে ২০২০, ২২:২৪

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের খবর সরাসরি সম্প্রচায়ের সময় বার্তা সংস্থা সিএনএন এর এক সাংবাদিককে আটকের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৯ মে) দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে এ ঘটনা ঘটে। সিএনএন এর খবরে বলা হয়েছে, কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান একটি বিক্ষোভের ঘটনা সরাসরি সম্প্রচার করছিলেন সিএনএন এর লাইভ টিমের সদস্য ওমর জিমেনেজ। লাইভ চলা অবস্থা পুলিশ ঘটনাস্থল থেকে তিন সংবাদকর্মীর হাতে হাতকড়া পড়িয়ে উঠিয়ে নিয়ে যায়।

এর মধ্যে লাইভ সম্প্রচারে ছিলেন ওমর জিমেনেজও। তবে আটকের এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয় বলে সিএনএন এর খবরে জানানো হয়েছে। এর আগে গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় বিক্ষোভ শুরু হয়। শুক্রবারও ওই বিক্ষোভ চলছিল।

ভিডিওতে দেখা যাচ্ছে, সিএনএন এর ওই সাংবাদিক আটক হওয়ার আগে পুলিশ কর্মকর্তাদের কাছে নিজের পরিচয় নিশ্চিত করেন। কিন্তু তার পরিচয়পত্র দেখার পরও তাকেসহ একজন প্রোডিউসার ও একজন ক্যামেরা অপারেটরকেও আটক করে হাতে হ্যান্ডকাফ পরানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও