কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন উড়িয়ে দিল আইসিসি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৭:২৭

অস্ট্রেলিয়ায় এ বছর আর টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। বরং অক্টোবর থেকে শুরু হচ্ছে আইপিএলের স্থগিত আসরটি। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর এসেছে।  এমনকি খবর বেরিয়েছে বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্তও আইসিসি নিয়ে ফেলেছে, কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। বৃহস্পতিবার আইসিসির সভায় সে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। 

ভারতীয় গণমাধ্যমের এসব প্রতিবেদনকে এবার বাতাসেই উড়িয়ে দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বলছে, করোনা মহামারির বিষয়েই মূলত আলোচনা হবে আইসিসির বোর্ড মিটিংয়ে। বিশ্বকাপ পিছিয়ে দেয়ার কোনো সিদ্ধান্ত তারা নেয়নি।  সংস্থাটির একজন মুখপাত্র বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি।

চলতি বছর অস্ট্রেলিয়ায় এই ইভেন্টের জন্য পরিকল্পনা অনুযায়ীই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।’ করোনা নিয়ন্ত্রণে সফল হওয়া দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ আয়োজনে তাদের বড় বাধা, সরকারের দেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা।  সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত বলবৎ থাকায় অক্টোবরে এত বড় একটা আসর সাজিয়ে গুছিয়ে মাঠে গড়ানো কঠিন হয়ে যাবে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্বকাপ স্থগিতের ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা শুনেননি তারাও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও