কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


এবার শোলাকিয়ায় ঈদ জামাত হবে না

করোনাভাইরাসের কারণে প্রায় দুশো বছরের ঐহিত্যে ছেদ পড়ল। যা কখনো কল্পনা করা যায়নি, এমন ঘটনাই প্রতিনিয়ত সামনে আসছে। তেমনই একটি খবর হচ্ছে এবারই প্রথম কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের বড় জামাত হবে না। কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মোর্শেদ চৌধুরী শুক্রবার এ সিদ্ধান্ত জানান। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করা হয়। এর আগে বৃহস্পতিবার এবিষয়ে সিদ্ধান্ত নিতে দেশের বিশিষ্ট আলেমদের সঙ্গে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। বৈঠকের পর জেলা প্রশাসনকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসন তরফে করোনার সংক্রমণ রোধে এবার খোলা মাঠের পরিবর্তে কাছের মসজিদে নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছে। এছাড়া জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্যও অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা ও বিশেষ সতর্কতামূলক বিষয়াদি অনুসরণপূর্বক শর্তসাপেক্ষে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের জন্য অনুরোধ করা হয়। এতে বলা হয়, ইসলামী শরিয়তে ঈদগাহ বা খোলা জায়গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতে আদায়ের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমানে সারা বিশ্বসহ আমাদের দেশে করোনাভাইরাস পরিস্থিতিজনিত ওজরের কারণে মুসল্লিদের জীবনঝুঁকি বিবেচনা করে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য অনুরোধ করা হয়। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানেরও আয়োজন করার কথা বলা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন