কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কয়েক দিনের ব্যবধানে তিন নক্ষত্রের বিদায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২০, ০৮:৪৯

মাত্র কয়েক দিনের ব্যবধানে জাতি হারিয়ে ফেললো নক্ষত্র সমতুল্য জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান, জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী এবং মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা’দত হুসাইনকে। তিনজনই সর্বজন শ্রদ্ধেয়। এ ধরনের আলোকিত মানুষ জাতি কালেভদ্রে পেয়ে থাকে। ড. সা’দত হুসাইন গত ২২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড. সা’দত হুসাইনের মৃত্যু হয়। ৭৩ বছর বয়সী ড. সা’দত গত ১৩ এপ্রিল ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারে হয়ে কাজ করা ড. সা’দত হুসাইন ১৯৪৬ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পাস করে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা (পিএইচডি) লাভ করেন তিনি। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এই আমলার চাকরি জীবন শুরু হয় ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগদানের মাধ্যমে। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত সা’দাত হোসেন পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জামিলুর রেজা চৌধুরী এর মাত্র ৬ দিন পর গত ২৮ এপ্রিল ভোরে না ফেরার দেশে চলে যান জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী। সেই রাতে ধানমন্ডির বাসায় জামিলুর রেজা চৌধুরী ঘুমিয়ে ছিলেন। ভোরে সেহরির সময় তার স্ত্রী তাকে ডাক দেন। কোনো সাড়া না পাওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জামিলুর রেজা চৌধুরীর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি সবশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন। জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের প্রকৌশল জগতে সবার পরিচিত নাম। একাধারে তিনি গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী ছিলেন। তার জন্ম ১৯৪৩ সালে, সিলেটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও