কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


খাদ্যের অভাব নেই, পর্যাপ্ত খাদ্য মজুত আছে

আমাদের খাদ্যের অভাব নেই, পর্যাপ্ত খাদ্য মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অনেক মানুষ আছে যারা হাত পাততে পারেন না। তাদের খাবার ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের খাবারের অভাব নেই, পর্যাপ্ত আছে। খাদ্য উৎপাদন বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল ও খুলনা বিভাগের জেলা কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী।করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের করণীয় নিয়ে সমন্বয় করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনি বলেন, করোনাভাইরাস একটি অদৃশ্য শক্তির মতো আমাদের মাঝে বিরাজ করছে। সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। উন্নত দেশ মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। যারা মারা যাচ্ছে তাদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন