কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ত্রাণ আত্মসাতকারীরা ফরহাদ জিসান ও তার সহযোগীদের দেখে লজ্জিত হোন

বাংলাদেশ প্রতিদিন হাসিনা আকতার নিগার প্রকাশিত: ১১ এপ্রিল ২০২০, ২১:৩২

করোনাভাইরাসের সাথে আসছে ত্রাণ চুরির খবর। সংখ্যাগত ভাবে তুলনা করলে ত্রাণ চোরের সংখ্যা বেশি আক্রান্ত অনুপাতে। যা দুঃখজনক। তবে এদের কোনো দল বা আদর্শ নেই এটা প্রমাণিত। বঙ্গবন্ধু তার এক ভাষণে এদেশের অসৎ মানুষদের নিয়ে আক্ষেপ করে বলেছিলেন-‌‌‘... এত চোর যে কোথা থেকে পয়দা হয়েছে জানি না। পাকিস্তান সব নিয়ে গেছে কিন্তু এই চোর রেখে গেছে। এই চোর তারা নিয়ে গেলে বাঁচতাম। কিছু দালাল গেছে, চোর গেলে বেঁচে যেতাম।জাতির পিতার ঠিকই বলেছেন। আর সে কারণে তার কন্যা শেখ হাসিনার কঠোর নির্দেশে পরেও চাল চুরির ঘটনা ঘটছে কোভিট-১৯ এর এ মহামারীতে। দল আর সরকারকে বিব্রত করছে এসব লোভি ব্যক্তিরা। তারা কাকের মত অন্ধ হলেও মানুষ যে অন্ধ নয় তা বুঝে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও