কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


৪৭০০ বছর পর খুলল পিরামিডের দরজা!

মিশরের প্রাচীনতম পিরামিড এটি।  এর বয়স চার হাজার ৭০০ বছর। ফারাও রাজা জাসোর এই পিরামিডটি নির্মাণ করেন। ধারণা করা হয়, খীষ্টপূর্ব ২৬৪৮ থেকে ২৬৬৭ সালের মধ্যেই এটি নির্মাণ করা হয়। সম্প্রতি, এই পিরামিডটির পুনর্নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। এরপরই জনসাধারণের উদ্দেশ্যে তা উন্মুক্ত করা হয়েছে। এটিই পৃথিবীর একমাত্র স্টেপ (ধাপ আকারের)  পিরামিড।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন