দিল্লি সংঘর্ষ: আম আদমি পার্টির মুসলিম নেতা বহিষ্কার
ইত্তেফাক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দিল্লিতে সংঘর্ষ চলার সময় হত্যা করা হয় ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মাকে। আর এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির মুসলিম নেতা তাহির হোসেনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার আম আদমি পার্টির পক্ষ থেকে এমনটি জানানো হয়। এদিন তাহির হোসেনের বিরুদ্ধে গোয়েন্দা কর্মকর্তা অঙ্কিত শর্মাকে হত্যা ও অগ্নিসংযোগের মামলাও দায়ের করা হয়েছে।