কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


মিলল গাড়ির সমান আকৃতির কচ্ছপের জীবাশ্ম

দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরাঞ্চলে মোটরগাড়ির সমান আকৃতির বিশাল কচ্ছপের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। স্টুপেনডেমিস জিওগ্রাফিকস নামের এ কচ্ছপগুলো ৭০ লাখ থেকে এক কোটি ৩০ লাখ বছর আগে ওই অঞ্চলে বিচরণ করতো বলে অনুমান করা হচ্ছে। কলম্বিয়ার তাতাকো মরুভূমি ও ভেনেজুয়েলার উরুমাকো অঞ্চলে এ জীবাশ্মগুলো পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে। স্টুপেনডেমিসের প্রথম জীবাশ্ম পাওয়া যায় ১৯৭০ এর দিকে; ৪ মিটার দীর্ঘ এ সরীসৃপটিকে ঘিরে তখন থেকেই ছিল নানান রহস্য। কচ্ছপগুলোর আকৃতি ও ওজন একেকটি স্যালুন গাড়ির সমান; আমাজান ও ওরিনোকো নদীর উৎপত্তির আগে এগুলোর আবাসস্থল ছিল দক্ষিণ আমেরিকার উত্তরাংশের বিস্তৃত জলাভূমিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন