কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

থাই গুহার সেই নায়ক মারা গেলেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:২৩

থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে পড়া ১২ জন শিক্ষার্থী আর তাদের ফুটবল কোচকে উদ্ধারে অংশ নেয়া  এক উদ্ধারকর্মী মারা গেছেন। মুসলিম ওই উদ্ধারকর্মীর নাম বেইরুত পাকবারা। খবর- বিবিসি। রক্তের সংক্রমণে আক্রান্তের পর ১৮ মাসেরও বেশি সময় তিনি বিশেষ পর্যবেক্ষণে ছিলেন। শুক্রবার মারা যাওয়ার পর সাতুন প্রদেশে বেইরুত পাকবারাকে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানায়, থাম লুয়াং গুহায় উদ্ধার অভিযান চালানোর সময় বেইরুত পাকবারার রক্তে সংক্রমণের ঘটনা ঘটে। তিনি থাইল্যান্ডের নেভি সিলের পেটি অফিসার ছিলেন।  এর আগে ২০১৮ সালের ২৩ জুন ওই গুহা দেখতে দিয়ে আটকে পড়ে ওয়াইল্ড বোরস ইয়ুথ ফুটবল টিমের ১২ সদস্য এবং তাদের ২৫ বছর বয়সী কোচ। গুহায় প্রবেশের পর বন্যার পানি এসে তাদের বের হওয়ার পথ আটকে দেয়।  এদিকে সে সময়ের ওই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেয়। পরবর্তীতে আন্তর্জাতিক উদ্ধার অভিযানের ১৭ দিন পরে সেই গুহা থেকে তাদের বের করা হয়। ওই অভিযানে অংশ নিয়েছিলেন ৯০ জন ডুবুরি। সে সময় উদ্ধার অভিযান চালানোর সময় আরেকজন উদ্ধারকর্মী সামান গুনান মারা যান। সাবেক এই নেভি সিলের ডুবুরি একটি অক্সিজেনের ট্যাংক দিয়ে গুহা থেকে ফেরত আসার সময় ট্যাংকের অক্সিজেন ফুরিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও