কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ঢাকা মাতিয়ে গেলেন সালমান-ক্যাটরিনা

ঢাকা মাতিয়ে গেলেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। রোববার বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এক জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঢাকার দর্শকদের মুগ্ধ করেন তারা। দেশীয় শিল্পীদের পরিবেশনা শেষে রাত ১০টার কিছুক্ষণ আগে প্রথমে মঞ্চে ওঠেন ক্যাটরিনা কাইফ। নিজের অভিনীত জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নীল রঙের পোশাকের পারফরম্যান্সে তিনি আনন্দের নীলাভ আভা ছড়িয়ে দেন স্টেডিয়ামে। নাচের তালে তালে বিমোহিত করেন উপস্থিত সবাইকে। নায়িকার প্রস্থানের পর মঞ্চে নায়কের আগমন। সালমান মঞ্চে উঠতেই কেঁপে উঠে স্টেডিয়াম। ভক্তরা নেচে গেয়ে উপভোগ করেন ভাইজানের পারফরম্যান্স। এদিকে মঞ্চে সর্বশেষ সালমান-ক্যাটরিনা একটি যৌথ পারফর্ম করেন। পারফরম্যান্স শেষে সালমান-ক্যাটরিনা দুজনেই বলেন, জয়বাংলা, জয় বঙ্গবন্ধু। ক্যাটরিনার বাংলা বলা দেখে এ সময় সালমান খোঁচা দিতে ভুলেন নি তাকে। তিনি পাশ থেকে বলেন, ও হিন্দির চেয়ে বাংলা ভালো বলে। সেসময় সালমান ভাঙা ভাঙা বাংলায় বলেন, আমি সবাইকে ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসি। একইসঙ্গে অনুষ্ঠান উপভোগরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন তিনি। নিজের টু্‌ইটারেও প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি লেখেন। সালমান খান বলেন, সত্যিই শেখ হাসিনাকে ভালোবাসি। তিনি তিন-তিনবারের প্রধানমন্ত্রী। কেবল নামেই হাসিনা নন, তিনি সব দিক থেকেই হাসিনা (সুন্দর)। তার হৃদয় হাসিনা, ব্যবহার হাসিনা, তিনি দেখতে হাসিনা। তার সুন্দর হাসি, সুন্দর চোখ, এমনকি কণ্ঠও অসাধারণ। এ সময় শেখ হাসিনা লাজুক হাসি হাসেন। বাংলাদেশের প্রতি নিজের অনুরাগের কথাও বলেছেন সাল্লু ভাই। তিনি বলেন, আমার বাবা একবার বাংলাদেশে এসেছিলেন। তিনি বলেছেন বাংলাদেশের সেরা কবি কাজী নজরুল ইসলামের কথা। তার কবিতাই তিনি পড়েছেন। এই মঞ্চেই সালমান খান কথা দিয়েছেন, নিমন্ত্রণ পেলে আবারো আসবেন বাংলাদেশে। সালমান-ক্যাটরিনা ছাড়াও মঞ্চে আরো ছিলেন সনু নিগম ও কৈলাশ খের। তারাও দর্শকদের গানের সুরে ভাসিয়ে দেন। এছাড়া বাংলাদেশের ‘নগরবাউল’খ্যাত জেমস ও মমতাজ সুরের মূর্ছনায় মুগ্ধ করেন দর্শকদের। এর আগে বিকেল ৫টা ২৫ মিনিটে ‘ডিরকস্টার’ খ্যাত শুভর পরিবেশনা দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বিকেল ৫টা ৩৫ মিনিটে পারফর্ম করেন রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএলের সপ্তম আসর এবার বিশেষ মর্যাদা পাচ্ছে। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু-বিপিএল। মিরপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর পুরো অনুষ্ঠান উপভোগ করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন