কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একাই চার উইকেট নিয়েছেন ডানহাতি পেসার থিসারা পেরেরা। ছবি: প্রিয়.কম

ঘুরে দাঁড়ানোর ম্যাচে ছোট লক্ষ্যের সামনে শ্রীলঙ্কা

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫
আপডেট: ২১ জানুয়ারি ২০১৮, ১৫:৫৫

(প্রিয়.কম) বাংলাদেশের বিপক্ষে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারার পর থিসারা পেরেরা বলেছিলেন, 'পরের দুই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।' ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে সেই পথেই হাঁটলেন লঙ্কান ক্রিকেটাররা। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৯৮ রানে। বল হাতে দাপট দেখিয়েছেন থিসারা পেরেরা-নুয়ান প্রদীপরা। ১৯৯ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নামছে তারা।

প্রথম ম্যাচে এই জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানের ব্যবধানে হেরেছিলেন চান্দিকা হাতুরুসিংহের শিষ্যরা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।  

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মিরে। ধীরস্থির ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৪ রান।তখনই জ্বলে ওঠেন ডানহাতি পেসার পেরেরা। ম্যাচের দশম ওভারে মাসাকাদজাকে ফেরান তিনি। এক ওভার পর পেরেরার বলেই প্যাভিলিয়নে ফেরেন ক্রেইগ আরভিন। নিজের চতুর্থ ওভারে আবারও ঝলক দেখান তিনি। এবার পেরেরার শিকার ওপেনার মিরে। ২১ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। 

খুব বেশি সময় টিকতে পারেননি আগের দুই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সিকান্দার রাজা। ডানহাতি এই ব্যাটসম্যান থেমেছেন নয় রান করে লাক্সান সান্দাকানের বলে। তবে এক প্রান্ত আগলে রাখেন ব্রেন্ডন টেলর। পঞ্চম উইকেটে ম্যালকম ওয়ালারকে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন ডানহাতি এই ব্যাটসম্যান। ওয়ালার ২৪ রানে সান্দাকানের বলে আউট হলেও হাফ সেঞ্চুরির দেখা পান উইকেটরক্ষক ব্যাটসম্যান টেলর। ৮০ বলে ছয়টি চারের মারে ৬৫ রান করে পেরেরার বলে আউট হন তিনি। 

শেষের দিকে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের ৩৪ রানের সুবাদে ২০০ ছুঁইছুঁই সংগ্রহ পায় জিম্বাবুইয়ানরা। সর্বোচ্চ চার উইকেট নেন পেরেরা। তিন উইকেট পেয়েছেন নুয়ান প্রদীপ। দুই উইকেট নেন সান্দাকান। 

প্রিয় স্পোর্টস