কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রিয় শিষ্যের সঙ্গে রিয়াল মাদ্রিদের কোচ। ছবি : সংগৃহীত : সংগৃহীত

‘রোনালদোকে ছাড়া রিয়াল মাদ্রিদ কল্পনাই করতে পারি না’

প্রিয় ডেস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ০৮:০৮
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ০৮:০৮

(প্রিয়.কম) রিয়াল মাদ্রিদের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। বর্তমান বিশ্বে ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেতে চান সিআর সেভেন।

অন্যদিকে নতুন করে রোনালদোর সঙ্গে চুক্তি-স্বাক্ষর করতে রাজি হচ্ছে না রিয়াল। যে কারণেই রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়।

যদিও ক্লাবের বর্তমান কোচ জিনেদিন জিদান চান, রিয়ালেই থাকুক রোনালদো। সিআর সেভেনকে ছাড়া মাদ্রিদকে কল্পনাই করতে চান না ফরাসি এ কোচ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে ছাড়া আমি মাদ্রিদের কল্পনাই করতে পারি না। এটা তারই ক্লাব এবং তার এখানেই থাকা উচিত। এই ক্লাব, তার সমর্থকরা এমনকি প্রত্যেকেই তাকে খুব ভালোবাসে।’

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোচ জিদান এ সময় আরও বলেন, ‘চুক্তি ও তার আনুষাঙ্গিক বিষয়গুলোর ব্যাপারে আমি কথা বলতে চাই না। এ ব্যাপারে বরং ক্রিশ্চিয়ানোই ভালো বুঝে। তাছাড়া ক্লাবেরও উচিত তার সঙ্গে খোলামেলা কথা বলা।’

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অথচ, এই সময়ের মধ্যেই ১৯ পয়েন্ট পিছিয়ে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে তার নিজের অবস্থান নিয়েও তৈরি হয়েছে শঙ্কা! তবে এসব নিয়ে ভাবছেন না রিয়ালের এই ফরাসি কোচ। জিদান বলেন, ‘এসব নিয়ে আমি কিছুই ভাবছি না, বরং আমি যেভাবে কাজ করে এসেছি এখনও সেভাবেই করবো। কোনো কিছুরই পরিবর্তন হবে না আমার।’

সূত্র : মার্কা

প্রিয় স্পোর্টস/আরএ