কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অপো স্মার্টফোন। ছবি: সংগৃহীত

স্মার্টফোন বিক্রিতে অপোর নতুন রেকর্ড

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৯
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৯

(প্রিয়.কম) চীনা ব্র্যান্ড অপোর স্মার্টফোনকে ক্যামেরা ফোনও বলা হয়। সম্প্রতি বিশ্বে সব থেকে বেশি স্মার্টফোন বিক্রির দিক থেকে অ্যাপেলের পরেই অপোর নাম উঠে এসেছে। ব্র্যান্ডটির অপো আর-১১ এবং অপো-৫৭ বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির দিক থেকে নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

অপো আর-১১ বিক্রির দিক থেকে যথাক্রমে তৃতীয় এবং অপো-৫৭ চতুর্থ স্থান অর্জন করেছে। গত জুলাইয়ে কাউন্টার পয়েন্ট রিসার্চ গ্রুপ পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। 

এর মধ্যে অপো এ-৫৭ এর বাংলাদেশের বাজার ২০,৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বর্তমানে অপোর এই দুটি স্মার্টফোন ছাড়াও অপোর আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইস এফ-৩ এবং এফ-৩ প্লাস বাজারে ভালো চলছে বলে জানা গেছে। অপোর এই ফ্ল্যাগশিপ ফোনটি সেলফি প্রবণতাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফোনটির সাহায্যে গ্রুপ সেলফি ভালো তোলা যায় বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রিয় টেক/আশরাফ