কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আব্দুর রাজ্জাক ও তুষার ইমরান। ইনসেটে মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত

‘তুষার-রাজ্জাকদের দেখে শিখে আন্তর্জাতিক ক্রিকেটে আসা উচিত’

নিজস্ব প্রতিবেদক
প্রিয়.কম
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৮, ১৯:৪৯

(প্রিয়.কম) কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের নতুন রেকর্ড গড়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও ডানহাতি ব্যাটসম্যান তুষার ইমরান। বল হাতে রাজ্জাক নিয়েছেন ৫০০ উইকেট, তুষার ইমরান করেছেন ১০ হাজার রান। তাদের এই কীর্তিকে সম্মান জানাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই সঙ্গে তাদের থেকে শিখতে বলছেন তরুণদের।

চলমান ত্রিদেশীয় সিরিজে শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদশ-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন মাশরাফি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উঠে আসে রাজ্জাক-তুষার প্রসঙ্গ।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের এই দুই ভিত যোগ্য সম্মান পাচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘প্লেয়ারদের কাছ থেকে যদি বলেন, অবশ্যই পাচ্ছে। একটু আগে বাসে করে আসার সময়ও তাদের নিয়ে কথা বলছিলাম। তুষার ইমরান ১০ হাজার রান করেছে, রাজ্জাক ৫০০ উইকেট পেয়েছে। তাদের যে সম্মানটা মন থেকে দেওয়া দরকার খেলোয়াড়দের দিক থেকে তা দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে কথা বললেই আমার বিশ্বাস আপনারা এটা পরিষ্কার হবেন।’

মাশরাফির ভাবনা, দেশের জ্যেষ্ঠ এই দুই ক্রিকেটারের প্রতি গণমাধ্যমেরও দায়বদ্ধতা আছে। তাদের জন্য সাংবাদিকদের কিছু করার ‘প্রয়োজন’ দেখছেন তিনি। এ প্রসঙ্গে বলেন, ‘আপনাদেরও কিছুটা দায়িত্ব তো থাকেই। যে বয়সে এসেছে, আমি মনে করি না তাদের সামর্থ্য নাই। তাদের বয়স ৩৬-৩৭ কিন্তু এখনো তারা ক্লাবের প্রতি নিবেদিত প্রাণ। যে ডেডিকেশন নিয়ে খেলে যাচ্ছে সেটা অনেক বড়, তাদের ফলো করা উচিত। এতটুকু বলব, নতুন বা ইমার্জিং খেলোয়াড়দের অনেক কিছু শেখার আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মানসিকতা থাকে সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকরা কী বলছে সেটা ফলো করা। আমি মনে করি তাদের কাছ থেকে (তুষার-রাজ্জাক) শিখে এসে এখানে খেলা উচিত। ফার্স্ট ক্লাসে ৫০০ বা ১০ হাজার কোনো হেলাফেলা নয়। সেজন্য তাদের ১৭-১৮ বছর খেলতে হয়েছে। ফার্স্ট ক্লাস যারা নতুন খেলছে, তারা তাদের ফলো করবে। তাদেরও ১০ হাজার করা লাগবে বাংলাদেশ দলের জন্য। কিন্তু চার-পাঁচ হাজার রান করলে বুঝতে পারবে আন্তর্জাতিক ক্রিকেটে চাপটা কী জিনিস। আমি বলব তারা যেন আরও সিরিয়াস হয়ে খেলে, মাঠে গিয়ে ওই মানসিকতা নিয়ে খেলে।’

বাংলাদেশের জার্সিতে পাঁচ টেস্ট, ৪১ ওয়ানডে খেলা তুষার ইমরান সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ২০০৭ সালে। ওয়ানডেতে তার মোট রান ৫৭৪। দুইটি হাফ সেঞ্চুরি রয়েছে। টেস্টে করেছেন ৮৯ রান। অন্যদিকে রাজ্জাক হয়েছেন ‘বয়স’ এর বলি। তরুণ নির্ভর বাংলাদেশ দলের কারণেই জাতীয় দল থেকে ছিটকে গেছেন ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট নেওয়া এই ক্রিকেটার। রঙ্গিন পোশাকের ফরম্যাটে একসময় ছিলেন বাংলাদেশ দলের ‘অটোমেটিক চয়েজ’। টি-টোয়েন্টিতে রয়েছে ৪৪ উইকেট। খেলেছেন ৩৪ ম্যাচ। এছাড়া সাদা পোশাকের টেস্টে ১২ ম্যাচে ২৩ উইকেট রয়েছে রাজ্জাকের। সর্বশেষ জাতীয় দলে খেলা হয়েছে ২০১৪ সালে।

প্রিয় স্পোর্টস/শোভন