কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আকরাম খান। ছবি: সংগৃহীত

'যারা সমস্যার সমাধান করতে পারবে আপনার উচিৎ তাদের কাছে যাওয়া'

মুশাহিদ মিশু
Writer
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৭, ১৯:৪৬
আপডেট: ১৪ অক্টোবর ২০১৭, ১৯:৪৬

(প্রিয়.কম) পচেফস্ট্রুমে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন মুশফিকুর রহিম। ব্লুমফন্টেইন টেস্টেও একই পথে হাঁটেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। আবারও সমালোচনার তীরে বিদ্ধ হন তিনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক থেকে শুরু করে দেশটির গণমাধ্যম পর্যন্ত মুশফিকের এই সিদ্ধান্তের সমালোচনা করে। পরবর্তীতে ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে দলের বাজে পারফরম্যান্স ও কোচকে নিয়ে মন্তব্য করে বসেন মুশফিক। এরপর গুঞ্জণ শুরু হয়, অধিনায়কত্ব হারাতে পারেন মুশফিক।

পরবর্তীতে মুশফিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খোলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, মুশফিকের এমন মন্তব্যে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ওয়ানডে সিরিজের আগেও মুশফিকের সেই বক্তব্যের সমালোচনার রেশ কাটেনি! তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছে জানতে চাওয়া হয়, অধিনায়ককে নিয়ে যেসব ঘটনা ঘটেছে তাতে দলে কোনো প্রভাব পড়েছে কী না? এর জবাবে আকরাম খান জানান, মুশফিকের উচিত ছিল গণমাধ্যমে কথা না বলে সরাসরি টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলা।

শনিবার এ প্রসঙ্গে আকরাম খান বলেন, 'এসব নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললে সমস্যা সমাধান না হয়ে বরং বাড়বে। যারা এই সমস্যার সমাধান করতে পারবে আপনার উচিৎ তার কাছেই যাওয়া। যেমন টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের দায়িত্বে যারা আছেন তাদের বললে অন্তুত সমস্যার সমাধান হবে। কিন্তু গণমাধ্যমে বললে সমাধানের চাইতে আপনার সমস্যা আরও বাড়বে।'

ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে ইতিমধ্যে টেস্টে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখ থুবড়ে পড়েছে মুশফিকুর রহিমের দল। প্রথম টেস্টে ৩৩৩ রানের হারের পর দ্বিতীয় টেস্টে হেরেছে ইনিংস ও ২৫৪ রানের বড় ব্যবধানে। প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্টেই বাজেভাবে হারলেও টেস্টে বাংলাদেশের উন্নতি হয়েছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। বলেন, 'তিন চার বছেরে আপনি একটা দুইটা ম্যাচ খারাপ করতেই পারেন। বাকি নয়টা টেস্ট খেলুড়ে দেশ যারা আছে তাদেরও কিন্তু ছোট খাট সমস্যা আছে। আমাদের বেশ উন্নতি হয়েছে। এখন গণমাধ্যমে কীভাবে কথা বলতে হয় সেটা আরেকটু ভালোভাবে জানতে হবে।'

প্রিয় স্পোর্টস/কামরুল