কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাওমি রেডমি নোট ৫এ স্মার্টফোনে যুক্ত করা হয়েছে ৪জিবি র‌্যম। ছবি: সংগৃহীত।

৪ জিবি র‌্যামে চীনের বাজারে শাওমি রেডমি নোট ৫এ

আরিফ আরমান বাদল
সহ-সম্পাদক, বিজনেস এন্ড টেক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:০১
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:০১

(প্রিয়.কম) চীনে আগস্ট মাসে রেডমি নোট ৫এ স্মার্টফোন জনসমক্ষে উন্মোচন করেছিল শাওমি। এবার স্মার্টফোনটির ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট উন্মুক্ত করল প্রতিষ্ঠানটি।

৪ জিবি র‌্যামের রেডমি নোট ৫এ স্মার্টফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর। এর আগে স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর ছিল।

চীনে ১৮৩ মার্কিন ডলারে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।

শাওমি রেডমি নোট ৫এ স্মার্টফোনটি মেটাল বডি সম্পন্ন। ফোনটি প্লাটিনাম সিলভার, শ্যাম্পেইন গোল্ড এবং রোজ গোল্ড এই তিন রঙে বাজারে এসেছে। এতে শাওমির নতুন মি ইউজার ইন্টারফেস ৯ চলে। স্মার্টফোনটিতে ৭২০*১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে আছে। ফোনটিতে ৪ জিবি র‌্যাম এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৫ প্রসেসর আছে।

হ্যান্ডসেটটিতে ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে। ফোনটিতে এফ/২.০ অ্যাপার্চারসহ ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং এফ/২.২ অ্যাপার্চারসহ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এতে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার বাটারি সুবিধা পাওয়া যাবে। ফোনটি ফোরজি, ব্লুটুথ, ওয়াই-ফাই সংযোগ সমর্থন করে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

প্রিয় টেক/রিমন