কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিবাহ বিড়ম্বনা নাটকের পরিচালক আশুতোষ সুজন ও নাটকের অভিনয় শিল্পীরা। ছবি: সংগৃহীত।

বিশ্ব টয়লেট দিবসের নাটক ‘বিবাহ বিড়ম্বনা’

শিবলী আহমেদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৭, ২০:০৬
আপডেট: ১৬ নভেম্বর ২০১৭, ২০:০৬

(প্রিয়.কম) বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আসছে আশুতোষ সুজন পরিচালিত নাটক বিবাহ বিড়ম্বনা। এতে অভিনয় করেছেন রিয়াজ, ইরেশ যাকের, ফারজানা চুমকি, উর্মিলা শ্রাবন্তী কর, সোহেল খানসহ আরও অনেকে। নাটকটিতে পিকু চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিশু শিল্পী তিতিরকে।

কাহিনি সংক্ষেপ: নাটকটিতে দেখা যাবে- অনেক নাটকীয়তার পর বিয়ের পিঁড়িতে বসেছে ইরেশ যাকের ও ঊর্মিলা শ্রাবন্তী কর। নাটকীয়তা আবির্ভাব ঘটেছে টয়লেটকে কেন্দ্র করে। ধুমধাম করে আয়োজন করা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন রিয়াজ।

বিবাহ বিড়ম্বনা মূলত একটি সামাজিক সচেতনতা মূলক নাটক। হাস্যরসের মধ্যে দিয়ে এতে উঠে আসবে অনেক রকমের ঘটনা। এমনটাই জানিয়েছেন নাটকটির পরিচালক আশুতোষ সুজন। নাটকের দিনক্ষণ সম্পর্কে আশুতোষ সুজন প্রিয়.কমকে জানিয়েছেন- এটি ১৯ নভেম্বর রাত ৭ টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।

নাটকটির ট্রেলার দেখুন এখানে:

ট্রেলারটি সংগৃহীত।