কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ফোন। সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ফোন, দৈর্ঘ্য মাত্র ১.৮৪ ইঞ্চি

ফারজানা মাহাবুবা
সহ-সম্পাদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৯:২০
আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৯:২০

(প্রিয়.কম) বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীরা বড় আকারের ফোনের দিকে ঝুঁকছে। ইন্টারনেট ব্যবহার কিংবা গেমিং এ বড় আকারের ফোনের চাহিদা বেশি তবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ফোনের ফ্যান ও কম নেই। জ্যানকো টাইনি টি১ ফোনটি দেখতে একেবারে ছোট একটি খেলনার মতো, কিন্তু এই ফোন ভয়েস কল ও টেক্সট মেসেজ আদান প্রদানে সক্ষম। 

জ্যানকো নামের একটি মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ০.৪৯ ইঞ্চি ডিসপ্লের এই ফোন তৈরি করেছে। প্রতিষ্ঠানের দাবি, এটিই হবে বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন। ফোনটির দৈর্ঘ্য মাত্র ১.৮৪ ইঞ্চি, প্রস্থে ০.৮৩ ইঞ্চি। আর ওজন মাত্র ১৩ গ্রাম।

এই ফোন শুধু টুজি নেটওয়ার্কেই চলবে। ফোনটিতে ন্যানো সিম ব্যহার করা যাবে। এবং ফোনবুকে রাখা যাবে ৩০০ নাম্বার। 

২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোন একবার চার্জ দিলে চলবে টানা তিনদিন এবং কথা বলা যাবে তিন ঘণ্টা পর্যন্ত। চার্জ দেওয়া যাবে মাইক্রো ইউএসবি এর মাধ্যমে। 

কিকস্টার্টার থেকে সর্বোচ্চ ৩৯ পাউন্ড দিয়ে ফোনটির জন্য বুকিং দেওয়া যাবে। আগামী বছরের মে মাস থেকে ফোনটি গ্রাহকের হাতে পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। 

প্রিয় টেক/আশরাফ