কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আধ্যাত্মিক ধর্মগুরু গুরমিত সিংহ রাম রহিম। ছবি: সংগৃহীত

৫০ দিন পর কারাগারে যেয়ে রাম রহিমকে মিষ্টিমুখ করালেন স্ত্রী!

আশরাফ ইসলাম
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৭, ১৫:১২
আপডেট: ১৮ অক্টোবর ২০১৭, ১৫:১২

(প্রিয়.কম) দুই নারী ভক্তকে ধর্ষণের মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ভারতের বিতর্কিত ‘ধর্মগুরু’ গুরমিত সিং রাম রহিমকে। গত ২৫ আগস্ট রাম রহিমকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন আদালত। স্বঘোষিত এই ‘বাবা’ কারাগারে রয়েছে প্রায় ৫০ দিন হয়ে গেল। আর এতদিনের মধ্যে এই প্রথম কারাগারে স্ত্রী হারজিত কৌর তার স্বামী রাম রহিমের সাথে দেখা করতে আসেন। এদিন কারাগারে রাম রহিমকে মিষ্টিমুখ করিয়েছেন তার স্ত্রী হারজিত।

১৬ অক্টোবর সোমবার রাম রহিমের স্ত্রী হারজিত তার সঙ্গে দেখা করেন। 

এদিন রোহতকের সানোরিয়া কারাগারে হারজিত কৌর ‘বাবা’র জন্য দীপাবলির মিষ্টি নিয়ে যান। এছাড়ার শীতের পোশাক নিয়ে যান।

জানা গেছে, রাম রহিমের স্ত্রী ছাড়াও তার পরিবারের অন্য সদস্যারাও এদিন রাম হিমের সাথে দেখা করতে যান। তারা প্রায় ৩০ মিনিট রাম রহিমের সঙ্গে সময় কাটান।

এদিকে বাবার সাথে যারা দেখা করতে পারবেন সেই তালিকায় রাম রহিমের স্ত্রীর নাম ছিল না। কিন্তু তারপরও কীভাবে হারজিত তার সাথে দেখা করার অনুমতি পেয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০০২ সালে হওয়া মামলায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাম রহিমকে। একইসঙ্গে ৩০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস