কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনুশীলনে উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় মুশফিক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নাকি শুধুই ব্যাটসম্যান?

সৌরভ মাহমুদ
সহ-সম্পাদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৪
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৪

(প্রিয়.কম) বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় উপরের দিকেই থাকবে মুশফিকুর রহিমের নাম। যদিও উইকেটরক্ষক মুশফিকের পারফরম্যান্স সাদামাটা। উইকেটের পিছনে দাড়িয়ে করেছেন ভুলের পর ভুল, হয়েছেন সমালোচনার পাত্রও। কদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও উইকেটরক্ষকের গুরু দায়িত্ব পালন করেছেন মুশফিকুর রহিম।

তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবারও প্রশ্ন উঠেছে, এই সফরে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নাকি শুধু ব্যাটসম্যান হিসাবে খেলবেন মুশফিক! দেশ ছাড়ার আগে মুশফিক জানালেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মূল সিরিজের আগে অনুষ্ঠিতব্য তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষেই সিদ্ধান্ত হবে দলে কোন ভূমিকায় খেলবেন তিনি! মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে মুশফিক আরও জানান, বরাবরের মতোই মেনে নেবেন দলের সিদ্ধান্ত।

বেশ আগে থেকেই উইকেটরক্ষক মুশফিককে নিয়ে সমালোচনা হচ্ছে। ভারতের বিপক্ষে টেস্টের পর সেই সমালোচনা বেড়েছে আরও কয়েকগুণ। মাঝে কিউই সিরিজে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করলেও শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে মুশফিকের জায়গায় লিটন দাসকে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে দেখা যায়। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ইনজুরিতে পড়েন লিটন। ফলে শততম টেস্টে উইকেটের পেছনে দাঁড়ান সেই মুশফিকই।

কদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও উইকেটরক্ষকের গুরু দায়িত্ব পালন করেছেন তিনি। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে আবারও প্রশ্ন উঠেছে, এই সফরে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নাকি শুধু ব্যাটসম্যান হিসাবে খেলবেন মুশফিক! দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুশফিক জানালেন, দলের প্রয়োজনে যেটা ভালো হবে তিনি সেটাই করবেন তিনি।

এ প্রসঙ্গে সাদা পোশাকে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘আমি, আমাদের টিম ম্যানেজম্যান্টের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে পারব। সামনে আমাদের একটা তিনদিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে। ওখানে কন্ডিশন দেখে আমাদের যদি মনে হয় আমি একজন ব্যাটসম্যান হিসেবে খেললে ভাল হবে তাহলে সেটাই হবে। যদি তারা মনে করে, আমার কিপার-ব্যাটসম্যান খেললে ভাল হবে, তাহলে সেভাবেই খেলব। আমাকে দলের জন্য যেটা করতে বলবে, সেটাই করব।’

২৮ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ছয় অক্টোবর থকে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ অক্টোবর। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৯ অক্টোবর। মূল সিরিজ শুরুর আগে আগামী ২১-২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিরুদ্ধে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এই প্রস্তুতি ম্যাচের পরই জানা যাবে দলে মুশফিকের ভূমিকা কি থাকবে!

প্রিয় স্পোর্টস/শোভন