কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। ছবি: এএফপি

বিপিএলে কবে যোগ দিচ্ছেন তামিম-মুস্তাফিজ?

মেহেরিনা কামাল মুন
সহ-সম্পাদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৭, ০৯:৫৯
আপডেট: ০৮ নভেম্বর ২০১৭, ০৯:৫৯

(প্রিয়.কম) দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালেই দুজনে ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন। চার নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হয়ে গেলেও নিজ নিজ দলের সাথে এখনও যোগ দেননি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। তবে খুব শীঘ্রই তারা বিপিএল রাঙাতে আসছেন বলে জানা গেছে।

৮ নভেম্বর বুধবার থেকেই রাজশাহী কিংসের ক্যাম্পে যোগ দেবেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মুস্তাফিজুর রহমান কিংসের ক্যাম্পে যোগ দেবেন ৮ নভেম্বর। দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় চোট পাওয়ার পর তিনি পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন। তার অবস্থা এখন ভালো। তার সেরে ওঠাকে বাধাগ্রস্ত করে এমন কিছু করা হবে না বলে কিংস পরিবার নিশ্চয়তা দিচ্ছে। কারণ সে দেশের সম্পদ। তাই পরিপূর্ণভাবে সেরে ওঠাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’
 
অপরদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন প্লেয়ার তামিমের সিলেট পর্বে মাঠে নামার কোনো সম্ভাবনা নেই। ঊরুর চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরলেও এখনও সম্পূর্ণ সুস্থ নন। তবে ঢাকা পর্বে তাকে দলের সাথে পাবেন বলেই আশা করছেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সোমবার নেটে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন বাঁ-হাতি ওপেনার তামিম। তার ফেরা প্রসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাহউদ্দিন ক্রিকবাজকে বলেছেন, ‘ফেরার পুরো সিদ্ধান্তই নির্ভর করছে তামিমের ওপর। আমরা অবশ্য তাকে কিছু করতে বাধ্য করছি না। সে খেলতে ইচ্ছা প্রকাশ করলেই খেলতে পারবে। তবে আশা করছি তাকে ঢাকা পর্বেই দেখতে পারব। আর ওকে নিয়ে এই মুহূর্তে ঝুঁকি নিতে চাই না।’

আগামী ১১ নভেম্বর থেকে ঢাকা পর্বের খেলা শুরু হবে। এর মধ্যে জাতীয় দলের ফিজিওর সবুজ সংকেত পেলে এবং নিজেকে পুরোপুরি ফিট মনে হলেই কেবল মাঠে দেখা যাবে তামিমকে। তবে মুস্তাফিজকে সিলেট পর্বেই দেখা যেতে পারে।

প্রিয় স্পোর্টস/আশরাফ